
গতো বছরের জুলাইয়ের ১৯ তারিখ থেকে চলতে থাকা সুইজারল্যান্ড প্রবাসী নামের পেজটি হঠাতই বন্ধ হয়ে যায় পূর্বের কোনো ঘোষণা ছাড়াই। এমন হাই হিউমারওয়ালা পেজটি বন্ধের ফলে অনেকেই দুখ প্রকাশ করেছেন। ফেসবুকে রেয়াজ নামের এক ইউজার জানান, ২০২৩ সালে তার পছন্দের পেজ হিসাবে জায়গা করে নেইয় সুইজারল্যান্ড প্রবাসী এবং তালিকা থেকে বাতিল হয় আতিক ভাই। তবে পূর্বের অবস্থানে বহাল থাকে সোবার পেইজ।
বন্ধ হয়ে যাওয়ার আগে মার্চের ৫ তারিখ সর্বশেষ পোস্টটি করা হয় দুইবার কামরুজ্জামানের নামে। এবং বন্ধের পোস্টে প্রায় ১০ হাজার রিয়েক্ট পরে। একই সাথে তাদের সুইজারল্যান্ড প্রবাসী ফেসবুক গ্রুপের সকল পোস্ট ডিলেট করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।