এপ্রিলসাধারণ এপ্রিল

হিটওয়েভে আক্রান্ত হলেন পরিচিত মুখ – দামীর (Dameer)

বিজ্ঞাপন

চলতি বছরে হিট ওয়েভের আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা শুরুতেই। এর প্রভাব এপ্রিল কাছাকাছি আসার পর থেকেই টের পাওয়া যাচ্ছে। এরই মাঝে আক্রান্ত হন জনপ্রিয় মুখ দামীর, অনেকের কাছে তিনি গায়ক বলেও পরিচিত।

সম্প্রতি দামীর তার পেজ থেকে স্বপ্ন যাবে বাড়ি আমার গানের র‍্যাপ ভার্শন বের করলে বিষয়টি সবার নজরে আসে। গরমে তার এমন মানসিক বিকৃতিতে অনেকে টাকা উঠিয়ে সাহায্য করতেও চাচ্ছেন।

এদিকে কিছু নেটিজেন বলছে ভিন্ন কথা। তারা ধারণা করেন মূলত মার্কেটিং করতেই ডামির এই হীন পন্থাকে বেছে নেন। উল্লেখ্য ১৯ হাজার লাইকের তার পেইজে তিনি ক্যাটাগরি হিসেবে মিউজিশিয়ান লিখেছেন। ২০২২ সালে ডামীর বাসবো ভালো (bashbo bhalo) নামে তার প্রথম একক রিলিজ করে।

আরো দেখুন

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Back to top button