জানুয়ারিসাধারণ জানুয়ারি

ট্রেনের নাশকতা ও আবেগী মিথ্যাচারঃ বেনাপোল এক্সপ্রেস

বিজ্ঞাপন

ট্রেনের নাশকতা ও আবেগী মিথ্যাচারঃ বেনাপোল এক্সপ্রেস

রাজধানীর গোপিবাগে ৫ই জানুয়ারী রাতে ট্রেন দূর্ঘটনায় মারা যায় অন্তত ৪জন। এর মাঝে একজন লোককে বাচার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু সময়টিভি এবং অন্যান্য আবেগী কিছু লোকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আগুনে পোড়া ব্যক্তিটি বের হতে চাননি তার বউ-বাচ্চা মারা যাওয়ায়। এ বিষয়ে অনেকেই বিপক্ষে যুক্তি দিয়েছেন। Shah Mohammad Helal Uddin লিখছেনঃ

• এখন পর্যন্ত ৪-৫ জন মারা গেছে নিউজ আসছে। একবারও কি এমন নিউজ আসছে যে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে?
• লোকটির বউ বাচ্চা নাকি মারা গেছে। কোনো নিউজে পেয়েছেন যে একটি শিশু মারা গেছে?
• লোকটা জানালায় হাত বাড়িয়ে ছিলো। তার মানে সে বাঁচার জন্য চেষ্টা করেছিলো। কিন্তু পারেনি। বউ বাচ্চা মারা গেছে তাই উনিও মরবে, বিষয়টি এমন হলে লোকটা ভেতরে বউ বাচ্চার সাথেই থাকতো। যেহেতু স্বেচ্ছামৃত্যু।
অন্যান্য অনেক ভিডিওর মাধ্যমেও নিশ্চিতভাবে বলা যায় ট্রেনে লোকটির চেষ্টার পরেও বের হতে পারেননি।

আরো দেখুন

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Back to top button