
মিমস আর্কাইভ
কনসার্ট এর ভাইরাল ড্যান্সিং lil yachty মিমের ইতিহাস এবং টেমপ্লেট
উৎফুল্ল ভঙ্গিতে নাচতে নাচতে এক গায়ক এর মঞ্চে উঠার ভিডিওটি নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা চলছে। আসল ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এর (এআই) সাহায্যে নিজের মুখ বসিয়ে প্রচার এর হিড়িক চলছে।
বেশ কদিন যাবত বিশেষ করে ফেসবুক কিংবা এক্স, সবখানেই একটি মিম ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ভিগল এআই নামে একটি ওয়েবসাইটে সহজেই বিখ্যাত ব্যক্তিদের ছবি লাগিয়ে মিম ভিডিও বানিয়ে নিচ্ছেন অনেকে।
পেছনের ইতিহাসঃ
কিন্তু এর পেছনে সত্যিকারের ভিডিওটি আসলে কার? এটি জনপ্রিয় মার্কিন র্যাপার লিল ইয়ার্টির এক কনসার্ট এর দৃশ্য। ২০২১ সাল এর আগস্টে শিকাগো এর ডাগলাস পার্কে আয়োজিত হিপহপ ফেস্ট এ ‘দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল’ গেয়েছিলেন তিনি। আর সেই সময়ে মঞ্চে উঠার সময় ভিডিও করা হয়েছিলো তখন।
লিল ইয়ার্টি এর ভিডিওটি ২০২২ সালের ২০ জুন ইউটিউবে প্রকাশিত হয়েছিলো। মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ‘ভিউ’ হু হু করে বাড়ছে। এত দিন পর হঠাৎ করে কোন প্রেক্ষাপটে ভিডিওটি ‘ভাইরাল’ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কিভাবে তৈরি করবেন মিম টেমপ্লেটটিঃ
এর জন্যে প্রয়োজন হবে ভিগল এআই। প্রথমে ডিসকর্ড সার্ভারে ঢুকবেন। এরপর বাকিটা ইউটিউব ভিডিও দেখে করে নিতে পারবেন। অথবা কন্টেক্সট কি (context ki) এর অফিশিয়াল ফেসবুক পেইজে মেসেজ দিলে আমরা করে দিবো।