মেসাধারণ মে

আজব এক এয়ারকুলার, কিনলেই ভিসা নিশ্চিত

বিজ্ঞাপন

এ যেনো এক রূপকথার গল্প। এয়ারকুলার কিনলেই ভিসা নিশ্চিত। কেউ কবে শুনেছে এর কথা!

তবে আমাদের এক বিচিত্র দেশ। এদেশে মানুষ ভাতের বদলে আজব জিনিষ বেশি খায়। এমনই এক আজব ঘটনার দেখা মিলে মে মাসের গরমে।

আজব এয়ারকুলার কিনে ভিসা

উপরের ছবিতে যেই জিনিষটি দেখতে পাচ্ছেন তা হলো একটি এয়ারকুলার। যারাই এটি কিনে এক সপ্তাহ এর মধ্যে তাদের ইউরোপ আমেরিকার ভিসা হয়ে যাচ্ছে। কেউ ছোট বাসা পরিবর্তন করে বড় বাসায় চলে যায়, কেউ নতুন ফ্ল্যাট কিনছে! পুরোই যেনো আলাদিনের চেরাগ।

নিচে এয়ারকুলার কেনার পর মানুষের ভাগ্যে কি কি পরিবর্তন এসেছে তার কিছু নমুনা দেয়া হলোঃ

 

লুবনা আঞ্জুমান পপি নামের এক ভদ্র মহিলা তার অভিজ্ঞতায় জানান, আজ ১০ বছর চলছে, তার কোনো দেশে ভিসা হয়নি,শুধু এ-ই জিনিস টার জায়গা হয়েছে কিচেনে। Shafiq Sheikh ভাই বলেন আসল কথা। তিনি জানান, মানুষ এটা ব‌্যবহার কর‌তে পা‌রে না। এটা ব‌্যবহার কর‌তে হয় জানালা দরজা খোলা রে‌খে যাতে বাতাস বে‌রি‌য়ে যেতে পা‌রে। তা না হ‌লে স‌র্দি জ্বর মাথা ব‌্যাথা হ‌বে অ‌তি‌রিক্ত আদ্রতার ফ‌লে।

এভাবেই বিভিন্ন গল্প ফেঁদে নিজে ধোকা খেয়ে অন্যদেরকেও ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে একটি পোস্ট ভাইরাল হলে পরবর্তীতে অনেকেই ব্যাঙ্গ করে পোস্ট ল্করেন।

আরো দেখুন

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Back to top button