
রিলস থেকে অজানা মিউজিকের নাম খুঁজে বের করুন একটা ডিভাইস দিয়েই
নিজের হাতে থাকা ফোন দিয়েই অজানা মিউজিক বের করতে পারবেন এখন, সাজাম কিংবা এপল মিউজিক ছাড়া
অনেক সময় আমরা বিভিন্ন শর্টস ভিডিও দেখতে দেখতে ভিডিও এর টিউন পছন্দ হয়ে যায়। তখন আমরা সেগুলো খুঁজতে থাকি কমেন্ট বক্সে। কিন্তু বেশির ভাগ সময়েই পাওয়া যায়না। আর এরকম পরিচিত সুর খোঁজার জন্য Shazam/Midomi এর জুড়ি নেই। তবে সমস্যা হলো Shazam দিয়ে গান খুঁজতে দুইটা ফোন বা ডিভাইস এর দরকার হয়। যেমন : একটা ফোনে অথবা পিসিতে গান চালিয়ে অন্য ফোনে যেটায় Shazam Install আছে তা Shazam দিয়ে রেকর্ড করলে মুহুর্তেই সার্চ করে পেয়ে যাবেন।
তবে সমস্যা হচ্ছে যখন আপনার ফোন আছে কেবল ১টা। তখন মনে করেন আশেপাশে অন্য কোনো ফোন নেই। ফলে অন্য ফোনে বাজাতেও পারছেন না। আবার সার্চও দিতে পারছেন না। এরকম সময়ে যেই সাইট খুব কাজে দেবে তা হলো [aha-music]
যেভাবে অপরিচিত সুর খুজে বের করবেনঃ
- “Recognize songs now” বোতামে ক্লিক করুন।
- একটি পপ-আপ আপনাকে AHA মিউজিককে আপনার মাইক্রোফোন ব্যবহার করার অনুমতি দিতে বলবে। এলাউতে ক্লিক করবেন।
- আপনি যে গানটি সনাক্ত করতে চান তা বাজিয়ে দিন। AHA মিউজিক 15 সেকেন্ডের জন্য শুনবে এবং তারপর এটি সনাক্ত করার চেষ্টা করবে।
একটি ফাইল থেকে গান সনাক্ত করুন:
- “আপলোড ফাইল” বিকল্পতে ক্লিক দিন।
- আপনি যে গানটি সনাক্ত করতে চান তা ধারণকারী অডিও বা ভিডিও ফাইলটি নির্বাচন করবেন। সাপোর্টেড ফর্ম্যাটগুলোর মধ্যে mp3, wav, mp4, ইত্যাদি য়আছে৷ সর্বাধিক ফাই এর আকার 50MB৷
- “খুলুন” ক্লিক করবেন। AHA মিউজিক ফাইল থেকে গান সনাক্ত করার চেষ্টা করবে।
AHA মিউজিক ক্রোম, ফায়ারফক্স বা অপেরা ওয়েব ব্রাউজার এর সাথে সবচেয়ে ভালো কাজ করে।
আপনার কম্পিউটারের বাজানো গানগুলো সনাক্ত করার জন্য,অন্য কোন শব্দ বাজছে না তা খেয়াল রাখবেন।