
নতুন মানসিক রোগ Hasinopath আবিষ্কার বাংলাদেশি গবেষকদের
গবেষকরা নতুন মানসিক রোগ হিসেবে হাসিনোপ্যাথ (Hasinopath) আবিষ্কার করেছেন।
নতুন বিরল মানসিক রোগ হাসিনোপ্যাথ (Hasinopath) এর আবিষ্কার
এই রোগে আক্রান্ত ব্যাক্তি মানুষের মৃত্যু বা কষ্টের প্রতি মানসিক প্রতিক্রিয়ার অভাব দেখান। কিন্তু ইলেকট্রনিক ডিভাইস কিংবা ব্যক্তিগত জিনিসপত্রের মতো জড় বস্তু ক্ষতিগ্রস্ত বা ভেঙে গেলে চরম যন্ত্রণা প্রদর্শন করেন। এই আচরণটি আবেগের কৃত্রিম প্রদর্শন পর্যন্ত প্রসারিত হতে পারে, যেমন গ্লিসারিন এর সাহায্যে কান্না।
যেভাবে হলো হাসিনোপ্যাথ (Hasinopath) রোগের সূচনা
এই শব্দটি “প্যাথ” প্রত্যয়ের সাথে মিলিত হয়ে বাংলাদেশ এর স্বৈরশাসক হাসিনার নাম থেকে উদ্ভূত হয়েছে। হাসিনা উপরে বর্ণিত প্রবণতার জন্য কুখ্যাত।
হাসিনোপ্যাথ (Hasinopath) রোগের লক্ষণ
• দুঃখজনক সংবাদ অফিসের কলিগ নূর সাহেবের মৃত্যুর সংবাদ শুনেও কাদের সাহেব চুপ ছিলেন, কিন্তু যখন তার ফোনের স্ক্রীন ফাটলো, তখন তিনি কান্নায় ভেঙে পরেন। তার বন্ধুরা তাকে হাসিনোপ্যাথ বলতে শুরু করে।
• অফিসে, মার্ক একজন হাসিনোপথ হিসাবে পরিচিত ছিল; তার সহকর্মী দুর্ঘটনায় পড়লে তিনি অশ্রুপাত করেননি কিন্তু যখন তার ল্যাপটপটি খারাপ হয়ে যায় তখন তার অশ্রুজল পরে।
তথ্যসূত্রঃ URBANDICTIONARY/HASINOPATH