আগস্টসাধারণ আগস্ট

এ পর্যন্ত শিক্ষার্থীদের হাতে উদ্ধারকৃত টাকা

১৯ই আগস্ট পর্যন্ত শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী এবং আইন শৃঙ্খলায় নিয়জিত কর্মকর্তাদের মাধ্যমে আটককৃত টাকার পরিমাণ, সময় এবং বিস্তারিত তথ্য

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের হাতে উদ্ধারকৃত টাকার খবর

ট্রাফিকের দায়িত্ব পালনের সময় এবং সন্দেহভাজনদের তল্লাসিতে বিভিন্ন সময় আটক ও জব্দকৃত টাকার পরিমাণ ও সংক্ষিপ্ত খবর

সড়কে শিক্ষার্থীদের হাতে প্রায় কোটি টাকাসহ তিনজন আটক

১০ই আগস্ট (আরটিভি)

নরসিংদীতে ট্রাফিকের দায়িত্ব পালনের সময় ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ একটি প্রাইভেটকার ও তিনজনকে আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক তিন ব্যক্তি হলেন আশুগঞ্জ উপজেলার হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০) ও একই উপজেলার দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেটকারচালক জুলহাস মিয়া (৩২), ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২)। জব্দ গাড়ির নম্বর ঢাকা মেট্রো খ ১৩-১৬৫২। এরপর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনাসদস্য গিয়ে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। বেলা দুইটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়। গণনা শেষে দেখা যায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা রয়েছে সেখানে। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার

১৬ই আগস্ট (চট্টলার খবর)

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়। ওই বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭৪ হাজার ৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব বিদেশী মুদ্রার মধ্যে ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইউয়ান এবং ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে। উল্লেখ্য, শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা ও উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।

লুট হওয়া এটিএম বুথ উদ্ধার করল শিক্ষার্থীরা

১৪ আগস্ট (ইত্তেফাক)

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে সাতক্ষীরার সদর থানার সামনে ট্রাফিক পুলিশ অফিস থেকে দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় পুলিশ কমিউনিটি ব্যাংকের একটি এটিএম বুথ। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে লুট হওয়া বুথটি উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ব্যাংকের এটিএম বুথে থাকা টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পিআরও ইয়াছিন নুর জানান, ওই সময়ে ইন্টারনেট সার্ভিস ভালো না থাকায় এতে টাকা বেশি থাকার কথা না।

রাতভর পাহারা শেষে রাস্তায় মিলল ব্যাগভর্তি ১৮ লাখ টাকা

১৮ই আগস্ট (কালের কণ্ঠ)
রাজশাহী নগরীতে রাতভর পাহারা শেষে ভোরে ফেরার সময় ব্যাগভর্তি ১৭ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। নগরীর ভদ্রা এলাকা থেকে শিক্ষার্থীরা এসব টাকা উদ্ধার করেন। পরে ওই টাকা বোয়ালিয়া থানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজের কাছে টাকাগুলো জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন। থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন শিক্ষার্থী। তাদের বাড়ি ভদ্রা এলাকায়। রাতের টহল শেষে স্থানীয় মাউ-ছাত্রাবাসের গলিধরে বাসায় ফিরছিলেন। তারা ব্যাগটি খুলে দেখেন, ভেতরে ১০০০ টাকার নোটের ১৮টি বান্ডেল। মোট টাকার পরিমাণ ১৮ লাখ। ব্যাগে তারা টাকার পাশাপাশি সোনালি রঙের একটি ধাতব বস্তুও (দুই ইঞ্চি আকারের একটি সোনালি রংয়ের কাপ) দেখতে পান। তাতে ১৮টি ছিদ্র রয়েছে। এটি কোনো সংকেত বলে তাদের ধারণা। বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

রাজধানীতে বিলাসবহুল গাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধার করল শিক্ষার্থীরা, আটক ২

০৭ আগস্ট (আজকের পত্রিকা)
উত্তরায় মহাসড়কে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের তল্লাশিকালে একটি প্রাডো গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে। একটি ৫০ কেজির পাটের বস্তা ভর্তি টাকা রয়েছে। গাড়ি থেকে দুজন আরোহীকে আটকও করা হয়। পরে তাঁদের টাকাসহ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১৫–১৫৮১। গাড়িটিতে জাতীয় ক্রীড়া পরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্টিকার দেখা গেছে। উত্তরা এলাকার একজন ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, আমি হেঁটে মহাসড়ক পার হচ্ছিলাম। ওই সময় একটি গাড়ি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। তখন ছাত্ররা তল্লাশি চালিয়ে ভেতরে থাকা দুই জনকে টাকার বস্তাসহ ধরে ফেলে। এর মধ্যে চালক দৌড়ে পালিয়ে যায়। পরে তারা সেটি সেনাবাহিনীর হাতে তুলে দেয়। হাউজবিল্ডিং এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক ছাত্র ও কাতার বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুম বলেন, ‘জানতে পেরেছি গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বস্তার ভেতর দেড় কোটি টাকা ছিল।’

শিক্ষার্থীদের অভিযানে নগদ টাকা ও স্বর্ণসদৃশ্য বস্তু উদ্ধার

১৮ আগস্ট (বার্তা ২৪)

শিক্ষার্থীদের বরাত দিয়ে জেলা প্রশাসক জানান, এক নারীর দেয়া তথ্যে শিক্ষার্থীরা সেই বাসায় তল্লাশি চালায়। এসময় একাধিক শপিং ব্যাগের ভেতর টাকা এবং স্বর্ণ সাদৃশ্য বস্তু উদ্ধার করে। ওই বাসার লোকজন জানায়, টাকাগুলো ঢাকা থেকে তাঁদের কাছে এনে দিয়েছে। সন্দেহ করা হচ্ছে গত ৫ আগস্ট লং মার্চ ঢাকা কর্মসূচির দিন টাকাগুলো গণভভন থেকে লুট হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ছাত্ররা টাকা এবং স্বর্ণ সদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে নিয়ে এসেছে। পরে এগুলো জয়দেবপুর থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরায় গাড়ি থেকে এক বস্তা টাকা উদ্ধার করল শিক্ষার্থীরা

০৭ আগস্ট (বিডি ২৪ লাইভ)

রাজধানীর উত্তরার একটি বাসার গ্যারেজে থাকা প্রাইভেটকার থেকে এক বস্তা টাকা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে গাড়ি থেকে এক বস্তা টাকা উদ্ধার করে হেফাজতে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের এমডির গাড়ি থেকে এ টাকা উদ্ধার করা হয়েছে। গাড়ি থেকে এক বস্তা টাকাসহ একটি শটগান উদ্ধার করে উত্তরা টাউন কলেজের শিক্ষার্থীসহ অনান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

আমুর বাসা থেকে ৫ কোটি টাকা উদ্ধার

০৬ আগস্ট (দৈনিক আমাদের সময়)

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায় ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা ও ডলার দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে টাকাগুলো উদ্ধার করে। একটি লাগেজে অক্ষত অবস্থায় এক কোটি টাকা পাওয়া যায় বলে জানা গেছে। অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রাও পাওয়া যায়। এ প্রসঙ্গে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভবনটির তিন তলার কক্ষে অনেকগুলো কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেড়িয়ে আসে। এসময় কয়েকটি লাগেজে টাকা পাওয়া যায়। এরপর বিষয়টি জেলা প্রশাসককে জানাই। এরপর সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করেন।

সংসদ ভবন থেকে লুট করা ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীকে দিলেন শিক্ষার্থীরা

০৬ আগস্ট (দ্যা ডেইলি ক্যাম্পাস)

সংসদ ভবন থেকে লুট করা ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থে্কে পালিয়ে গেলে সংসদ ভবন, প্রধানমন্ত্রী কাযালয় এবং গণভবনের ভেতরে উল্লাস করে ছাত্র জনতা। জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রী কাযালয় থেকে বিভিন্ন ব্যক্তি যেসব সরঞ্জাম নিয়ে যেতে চাইছিলেন, তাঁদের অনেকের কাছ থেকে সেসব সরঞ্জাম উদ্ধার করেন ছাত্ররা। তাঁরা সেগুলো এক জায়গায় জড়ো করেছিলেন। সেগুলোর মধ্যে বিভিন্ন আসবাব ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জামাদি ও বইপত্রসহ নানা জিনিস ছিল।

গণভবন থেকে লুট হওয়া পাঁচ লাখ টাকা ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

গণভবনের থেকে লুট হওয়া পাঁচ লাখ টাকা ফিরিয়ে দিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাস এই টাকাগুলো ফিরিয়ে দেন তারা। ঢাকা সেনানিবাসের এসপি ইউনিটের সার্জেন্ট মোহাম্মদ আলী এ তথ্য তথ্য নিশ্চিত করেছেন। তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সজল জানান, আমি ও আমার বন্ধুরা গত ৫ই আগস্ট গণভবনে ৫ লক্ষ টাকা পাই । সজল এবং তার বন্ধুদের এমন দৃষ্টান্ত স্থাপন করায় পদার্থবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন মহল তাঁদের এই কাজে সাধুবাদ জানিয়েছেন।

মগবাজারে ১৪ লাখ টাকাসহ শিক্ষার্থীদের হাতে দুই ব্যক্তি ধরা

০৯ আগস্ট (দেশ রূপান্তর)

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড় থেকে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা উদ্ধার করেছে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের সময় শিক্ষার্থীদের ওই দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের আটক করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, দুই ব্যক্তি বাস থেকে নামার পর তাদের কাছে থাকা ব্যাগ দেখে সন্দেহ হয়। এ সময় তাদের জিজ্ঞাসা করা হলে কথা অসংলগ্নতা দেখা যায়। পরে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়।খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা আসার পর আটক ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী আটকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।

আরো দেখুন

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Back to top button