আগস্টসাধারণ আগস্ট

বন্যা সংক্রান্ত সকল গুজব (একই সাথে, রেগুলার আপডেট)

ভারত থেকে নেমে আসা ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা,নোয়াখালীসহ দেশের কয়েকটি জেলা। এই ঘটনায় পাওয়া যাচ্ছে হৃদয়বিদারক নানান ছবি ও ভিডিও। তবে কেউ কেউ না জেনে কিংবা অজ্ঞতাবশত পুরোনো ভিডিও/ছবি প্রচার করছেন।

বিজ্ঞাপন
আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ১
গতোকাল ২০ আগস্ট বিকেলে ভারতের ত্রিপুরা এর কদমতলা ব্লক থেকে এই ভিডিওটি ধারণ করা হয় বলে স্থানীয় একজন সাংবাদিক দাবি করছেন। সম্ভাব্য সবচেয়ে পুরোনো ভিডিওটি তার আইডিতেই পাওয়া যাচ্ছে। আজ গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্যকে ফেনীর দাবিতে প্রচার করা হচ্ছে। মূল ভিডিওর লিংক এখানে।
May be an image of text
আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ২
দেশের চলমান বন্যায় সেনাবাহিনীর উদ্ধারকার্যের ছবি দাবিতে প্রচারিত এই ছবিগুলো পুরোনো। পুরাতন পোস্টের লিংক এখানে।
May be an image of 8 people and text
এই আগস্টের বন্যায় সেনাবাহিনী কর্তৃক সাহায্যের ছবি তাদের অফিশিয়াল পেইজে আপলোড করা হয়।
আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ৩
বাংলাদেশের চলমান বন্যার ভিডিও দাবিতে মেক্সিকোর বন্যার পুরোনো ভিডিও প্রচার। পুরাতন ভিডিও লিংক এখানে।
May be an image of text that says 'Mizanur Rahman Sobuj Reels 1h· আহ মানুষের কি চিংকার। এই অবুজ প্রানিদের জন্য তো ফেন কিছুই করে নাইকিছু বুঝে না। রা এটি বাংলাদেশের চলমান বন্যার ভিডিও নয়। ভিডিওটি ২০২০ সালের মেক্সিকোর বন্যার .3k 29 comments 4.3K shares 191K 191Kplays 29.comments43Kshares191Kplays plays RUMORSCANNERf WWW.RUNORSCANNER.COM'
আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ৪
গত ১৬ জুলাই থেকে ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। সে সময়ের একটি পোস্টে এই দৃশ্যকে পাকিস্তানের বলে দাবি করা হয়েছে। মূল পোস্ট লিংক এখানে।
May be an image of text
আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ৫
গত জুলাইয়ে মৌলভীবাজারে ছাত্রলীগের সহযোগিতার ছবিকে সম্প্রতি ফেনীতে ছাত্রলীগের সহযোগিতার ছবি হিসেবে প্রচার। তবে একটি রিলস ভিডিওতে রিসেন্ট কিছু কাজের বর্ণনা করা হয়।
আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ৬
রিউমর স্ক্যানার টিম হতে MidJourney AI ইউজ করে এই একই ধরনের ছবি পুনরায় তৈরি করার চেষ্টায়ও প্রায় একই ফলাফল পেয়েছে তারা।
আলোর প্রতিফলন, শিশুটির চোখের অভিব্যক্তি, কপালের ভাঁজ ও ঠোঁটের অস্বাভাবিকতা ইত্যাদি অসংগতি অনুযায়ী আপাতদৃষ্টিতে অনেকেই ভাইরাল ছবিটিকে এআই জেনারেটেড বলেই ধারণা করেছেন। তাছাড়া, এআই ছবি যাচাইয়ের বিভিন্ন ওয়েবসাইটও ছবিটিকে ৬০% থেকে ৯১% পর্যন্ত এআই বলে ফলাফল দিয়েছে।

তবে Fahim Hossain নামে একজন জানায়ঃ

The image provided is a well-known photograph taken by the Indian photographer 𝐑𝐚𝐠𝐡𝐮 𝐑𝐚𝐢, who is renowned for his work in photojournalism. This particular photo is a powerful and poignant image of a child during the 1978 flooding in West Bengal, India. Raghu Rai’s work often captures moments of deep human emotion and social significance, and this image is a strong example of that.

May be an image of 1 person and text

আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ৭
ফেনীর বন্যার দৃশ্য দাবিতে ছড়ালো চীনের ভিডিও। Weibo এ ‘中国气象爱好者’ নামক অ্যাকাউন্টে গত ৭ জুলাই তারিখে প্রকাশিত একটি ভিডিওটি ছড়িয়ে পরে অনলাইনে।
May be an image of text
আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ৮ 
এটি ফারাক্কা বাঁধ নয়। ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ নদীর মাহাবুবনগর, তেলেঙ্গানা এবং কর্নুল জেলার সীমান্তবর্তী অংশে নির্মিত শ্রীশাইলম বাঁধের ভিডিও এটি।

May be an image of slow loris and text

 

এর সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের কিংবা বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। তবে বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চলমান পরিস্থিতিতে ফারাক্কার কয়েকটি গেটও খুলে দেওয়া হয়েছে।
আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ৯
নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো পুরোনো
২০১৭ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে নদী বিলাসের অন্যান্য ছবির সঙ্গে এই ছবিটিও অন্তর্ভুক্ত থাকতে দেখা যায়। ছবিটির ফটোগ্রাফার নাসিফ ইমতিয়াজ জানিয়েছেন, এটি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে তোলা, যেখানে বাচ্চাটি তার ভাইয়ের সঙ্গে খেলছিল।

সূত্রঃ https://youtu.be/tM-yTR6plbc?si=tgrRwO5iF3hrhAwR
সাম্প্রতিক বন্যার প্রেক্ষাপটে ভাইরাল হলেও, অন্তত গত মে মাস থেকে এই ভিডিওর অস্তিত্ব ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
গত ১৮ মে ইন্সটাগ্রামে একই ভিডিও প্রচার হতে দেখা যায়- https://www.instagram.com/p/C7FpW8bruuK/

May be an image of 3 people, slow loris and text

May be an image of 6 people, slow loris and text
প্রমাণ : https://www.facebook.com/share/p/ENAyWrBKJBVHq5Lt/?mibextid=oFDknk 
May be an image of 6 people and text
ছাত্রলীগের ত্রাণ উদ্যোগের দাবিতে ডানের পোস্টে তিনটি ছবি যুক্ত করা হয়েছে। যার প্রথম দুটি প্রচেষ্টা ফাউন্ডেশনের পেজে তাদের গতকালের প্রোগ্রামের ছবি হিসেবে পাওয়া যায় এবং তৃতীয় ছবিটি ঢাবির অমর একুশে হলের সাধারণ শিক্ষার্থীদের।
May be an image of 2 people and text
সোর্স: https://edition.cnn.com/2022/06/22/india/bangladesh-india-floods-death-toll-intl-hnk/index.html
May be an image of 2 people and text
গত ১২ জুলাই বৃষ্টিতে কোমরপানিতে ডুবে যায় ঢাকা নিউমার্কেট এলাকা। সে সময়ের দৃশ্য এটি। 
May be an image of slow loris and text
০৮ আগস্ট থেকে ভিডিওটি অনলাইনে পাওয়া যাচ্ছে পাকিস্তানের দৃশ্য দাবিতে৷ https://youtu.be/OkgI-d_xN_s?si=tH06nP3XPxqWrxW2 

May be an image of 4 people, people swimming, body of water and text

আগস্টের বন্যা সংক্রান্ত গুজব ১০

কাপ্তাই বাঁধ খুলে দেয়ার নিউজটি গুজব।
কাপ্তাই লেকের পানির বর্তমান উচ্চতা ১০৩ ফুট (এমএসএল), যা গতকাল ছিলো ১০১ ফুট। ২৪ ঘন্টায় পানির উচ্চতা ২ফুট বেড়েছে। তবে পানির বিপদসীমা ১০৮ ফুট। বিপদসীমার চেয়ে পানি ৫ ফুট কম রয়েছে। ফলে এই মুহুর্তে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার কোন আশঙ্কা নেই। যদি বৃষ্টি অব্যাহত থাকে, পানির উচ্চতা ১০৮ ফুটের কাছাকাছি চলে আসে তবে পূর্ব ঘোষনা এবং সতর্কতা জারি করে সীমিত পরিসরে পানি ছাড়া হতে পারে বলে জানিয়েছে কাপ্তাই পানি বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ।
সোর্স: সাংবাদিক রেজাউল করিম

আমরা প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করছি এই লিস্টটাকে। আমাদের ফেসবুক পেইজ এবং লিকডইনে মেসেজ দিয়ে আপনারাও চাইলে কন্ট্রিবিউট করতে পারেন।

আরো দেখুন

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Back to top button