জানুয়ারিভাইরাল জানুয়ারি

ক্লাস ১২ ফেইল এক তরুনের IPS হয়ে উঠার গল্প

বিজ্ঞাপন
ভারতের চম্বল জায়গার নাম শুনলেই আগে মাথায় আসে ডাকাতির গল্প, আর এই চম্বলের এক গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা ক্লাস ১২ ফেইল এক তরুনের IPS হয়ে উঠার গল্প।
পুরো গল্পটায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, ২ ঘন্টা ২৬ মিনিটের সিনেমা আপনাকে ১ সেকেন্ডও বোর হতে দেবেনা, এটা শুধু পড়লেখা করে প্রতিষ্ঠিত হওয়ার গল্প না, জীবনের প্রতিটি পদক্ষেপে বার বার হেরে গেলেও রিস্টার্ট করে আপনি যদি ফিরে আসেন, আপনার চেষ্টা যদি থাকে তাহলে আপনি সফলতার মূখ অবশ্যই দেখবেন।
সাথে মূল চরিত্র বিক্রান্ত মাসসে কী অপূর্ব অভিনয় করেছে না দেখলে বিশ্বাস করা যায়না, পুরো মুভিতে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে ছিলাম এই চরিত্রের উপর। এই মুভিতে আরও একটা ব্যাপার আপনার নজর কারবে, সেটা হলো মনোজ আর শ্রদ্ধার প্রেমকাহিনী। সঠিক মানুষ পাশে থাকলে দুনিয়া বদলানো যায় তা এই যুগলকে দেখলে বোঝা যায়।
এই মুভির বিন্দুমাত্র স্পয়লার দিতে চাচ্ছি না তাই বিস্তারিত আর কিছু বললাম না, আপনারাও একরাশ মুগ্ধতা নিয়ে দেখুন আর জীবনের যে প্রান্তে হেরে গিয়েছেন ভেবে থেমে গিয়েছিলেন সেখান থেকে আবার শুরু করুন, সফলতা আসবেই।
হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়, হেরে যাওয়া মানে নতুন উদ্যমে আবারো ফিরে আসা (রিস্টার্ট)

সাদিক খান নামের এক ফেসবুক ব্যবহারকারী তার ওয়ালে লিখেহেন,

12th Fail মুভিটা দেখার পর একেকজন একেক কাজ করতেসে।
কেউ ১৬ ঘন্টা পড়া শুরু করেছে, কেউ এমপিথ্রি কিনেছে, কেউ আবার আইএলটিএসের বই টই ছিড়ে ফেলে এমপিথ্রি কেনার জন্য নীলক্ষেত যাইতেসে। তিনি জানান,
12th Failed এর মূল ক্যারেক্টার হিসেবে যদি আমরা মনোজকে ফোকাস করি, তাহলে আমরা মোটিভেশন ঠিক পাইলেও মেসেজটা ভুল পাবো।
এই মুভির ঠিকঠাক মেসেজ পাইতে হলে আপনার ফোকাস শ্রদ্ধা বা মনোজের দিকে না, বরং আপনার ফোকাসে রাখতে হবে গৌরী ভাইয়া নামের সেই চায়ের দোকানদারকে।
মুভিটি দেখতে পারেন এই লিংকেঃ টেরাবক্স

আরো দেখুন

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Back to top button