এপ্রিলভাইরাল এপ্রিল

বুয়েটের ছাত্র রাজনীতি এবং নেপথ্যের গল্প

বিজ্ঞাপন

বুয়েটে আবরার ফাহাদ হত্যার পর ছাত্র রাজনীতি বন্ধ ছিলো অনেক বছর। এবং এমনকি ২০২৪ সাল পর্যন্ত নতুন করে কোনো আগাছা জন্মায়নি বুয়েটে। কিন্তু বিপত্তি বাধে এপ্রিলে রোজার মধ্যভাগে একদিন। বুয়েটের নতুন টেন্ডার এবং বাজেট ঘোষিত হবার পর থেকেই ছাত্রলীগের বড় বড় নেতারা ওৎ পাতে বুয়েটে যেকোনো মূল্যে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে।

ঘটনার সূত্রপাত ঘটে পীর আনাস সহ ছাত্রলীগের কিছু নেতারা বুয়েটে মধ্যরাতে মিটিং করে ২৭ মার্চ রাতে। পরদিন বিভিন্ন ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যায় Hulkenstein খ্যাত আনাস এবং ছাত্রলীগের সাদ্দাম হোসেন সহ কিছু নেতাকর্মী বুয়েটে মধ্যরাতে অনুপ্রবেশ করে। এরপর থেকেই বুয়েটের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা অনলাইন-অফলাইন সমানে আন্দোলন চালিয়ে যায়। অফলাইনে ৬ দফা দাবি সহ ক্লাস-পরীক্ষা বর্জন করর শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের জবাবে ছাত্রলীগ জানায় এটি স্বাধীনতা বিরোধী আন্দোলনের শামিল। শিক্ষার্থীরা ৬ দফা তে বর্তমান dsw এর পদত্যাগও জানায়। বুয়েটে আবরার ফাহাদ ২০১৯ সালে হত্যার পর ২১ সালের ডিসেম্বর এ ২০ জন মৃত্যুদন্ড এবং ৫ জন যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হন। রাতে ফুল দিয়ে ছাত্রলীগের কর্মীদের বরণ এবং মোটার সাইকেল শোডাউন করায় এটি পরিকল্পিত ধারণা করা হয় এবং এতে DSW এর পদত্যাগের দাবী জোড়ালো হয়। তবে বুয়েট ভিসি সত্য প্রসাদ মজুমদার জানায় এ ঘটনায় ছাত্র কল্যাণ পরিষদ জড়িত নয় তাই এই দাবী মেনে নেয়া হবেনা।

উক্ত ঘটনায় জড়িত শিক্ষার্থীর সিট বাতিল করে দেয়া হয় কিন্তু সিসিটিভি তে দেখা যায় বাতিলের আগের রাতেই উক্ত শিক্ষার্থী, ইমতিয়াজ রাব্বি হল ছেড়ে চলে যায়।

U can’t see me but u can see memes পেজ এর থেকে জানায় উক্ত ঘটনাটি

সিনেমাটিক প্যারালাল এর শামিল।

The Dark Knight (2008)
Saviour of Buet(2024)

 ৫ই এপ্রিল হিজবুত তাহরীর মধ্যরাতে বুয়েটের আউটলুক এড্রেসে মেইল পাঠায় এবং এতে অনেকের বুয়েটে নীরবে জঙ্গি কার্যক্রম পরিচালিত হবার ধারণাটি শক্ত হয়। যদিও এখন পর্যন্ত কোনো অরাজকতা কিংবা ঘটনার প্রমাণ মেলেনি, নেই কোনো অভিযোগও শিবির সংক্রান্ত। বুয়েট ভিসি উক্ত ঘটনাকে অনুপ্রবেশ বলে আখ্যায়িত করেন এবং তিনি জানান অভিযুক্তরা আদালতে গেলে ছাড়া পেয়ে যাবে তাই তদন্ত কমিটি গঠন এবং আত্মপক্ষ সমর্থন এর সুযোগ দেয়া হবে।

Emdadul Hoque Noyan তার ওয়ালে লিখছেন বুয়েটের শিক্ষার্থীরা চায় বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ হোক। অন্যদিকে কলেজের শিক্ষার্থী আবুল হোসেন চায় গনতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বুয়েটে ছাত্ররাজনীতি চালু হোক।

মেহেদী হাসান চৌধুরী বলেন

সনি – ছাত্রদলের ভিক্টিম
দীপ – শিবিরের ভিক্টিম
আবরার ফাহাদ – ছাত্রলীগের ভিক্টিম

ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে ফেসবুকে বেশ সরব Interval 18 এবং Dark Stories Of Student Politics In BUET নামের পেজ দুইটি।

 

আরো দেখুন

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Back to top button