
পুরো রমজান মাসই নানা ঘটনায় ঘটনাবহুল থাকে আমাদের সোশ্যাল মিডিয়া। ব্যতিক্রম হয়নি এনবারেও। তবে এ বছর রমজানে কোনো নতুন গান ভাইরাল হয়নি।
২০২৪ সালের ঈদুল ফিতর চাঁদপুর বাদেও ঢাকার বিভিন্ন যায়গায় অতি উৎসাহী জনতা সৌদির সাথে ঈদ পালন করে।।রাজধানী ঢাকার পান্থপথ সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। তবে দেশের কোথাও ২৯ রোজায় চাঁদ না দেখা গেলেও ৩০ রোজার চাঁদ কিছুটা মোটা দেখা যায়। এতে জনমনে কিছুটা রোষ জন্মালেও এগিয়ে আসেন দেশের ইসলামিক স্কলারগন।
মূলত ইসলামিক ফাউন্ডেশন এর উপর মানুষের জমে থাকা রাগকে এর কারণ হিসাবে দায়ী করা হয়। তবে তাদের বক্তব্য অনুযায়ী কোথাও চাঁদ দেখা গেলে যোগাযোগ করতে বলা হয়েছিলো। কিন্তু কোনো রেস্পন্স না পাওয়ায় দেশজুড়ে ১১ তারিখ ঈদুল ফিতর পালিত হয়।