
৩১ বছর বয়সী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ গেভান বিয়ে করেছেন সম্প্রতি এক নারীকে, যার নাম সাজিজ আহমেদ নির্জানা। নিজের ভেরিফাইড পেইজে তিনি একথা নিশ্চিত করেন দুটো ছবি পোস্ট করার মাধ্যমে। কিন্ত তার পরপরই তিনি রূপান্তরিত হন। এবং পরবর্তীতে নাটক নিয়ে স্টেটমেন্ট দেন।
নিজেকে প্রগতিশীল বানাবার উদ্দেশ্যে এবং টাকার জন্য কি না করা যায় তা প্রমাণের লক্ষ্যে ওয়াল্টন প্রযোজিত নাটক রূপান্তর এ অভিনয় করেন। নাটকটি প্রকাশের পরপরই ঘৃণার ছড়াছড়ি হয় সোশ্যাল মিডিয়াতে। তবে বরাবরের মতোই শাহবাগী কর্তৃক প্রশংসিত হন জোভান। তবে তীব্র বিদ্বেষের মুখে নাটকটি ইউটিউব থেকে সড়িয়ে নেয়া হয়।
নাটকের সাথে সম্পৃক্ততা নেই বলে একটি অফিশিয়াল নোটিশ দেয় ওয়াল্টন। সেখানে তারা দাবী করে “জানতো না” কিন্তু পরবর্তীতে দেখা যায় ২০২১ সালেও ট্রান্সজেন্ডার নিয়ে প্রোগ্রাম পরিচালনা করে ওয়ালটন এবং একাধিক অভিযোগ এর ভিত্তিতে সরব হয় তাদের অফিসে ট্রান্সজেন্ডার নিয়োগের ঘটনাগুলো।
এ বিষয়ে ড. সরোয়ার তার ফেসবুক পেজে লেখালেখি করলে ব্যাপক সাড়া পায়, পরবর্তীতে ওয়াল্টন পোস্টটি সড়িয়ে ফেলতে অনুরোধ করলেও তিনি তা করেননি ওয়াল্টনের পূর্ববর্তী ঘটনার ভিত্তিতে। তবে ক্ষমা চাওয়ার বিষয়টি অন্য পোস্টে তিনি প্রশংসা করেন।
সরোয়ার সাহেব জানান, ওয়ালটনের মনে রাখা উচিত বাংলাদেশের আছে ১৭০ মিলিয়ন মানুষ। বিদেশে রফতানি করে যে আয় করবে তার চেয়ে ১০০ গুন বেশী বিজনেস হচ্ছে বাংলাদেশে। তাই এই বিষয়টা সব ব্র্যান্ডদের মনে রাখা উচিত।
সারাবন তাহুরা নামে এক ট্রান্স পুরুষ বর্তমানে ওয়াল্টনে কর্মরত আছেন। প্রথম আলো, জাগো ফাউন্ডেশন, বন্ধু সোস্যাল, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং ওয়ালটন এই মশিউর কে সরাবান তাহুরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিকৃত মতবাদ প্রতিষ্ঠা করার নিমিত্তে। এরা জেনে-বুঝেই এসব করেছে।
এদিকে নোয়াখালীতে সুপ্রিম কোর্টের আইঞ্জীবি কাউসার উল জিহাদ মামলা করে বসেন এই নাটকটি নিয়ে। সেখানে অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক সহ ৬ জনকে তিনি আসামী করেন। তবে মঙ্গলবার (১৬ এপ্রিল) ইউটিউব চ্যানেল (একান্ন মিডিয়া) থেকে নাটকটি মুছে দেয়া হয়। এ বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তার মতে, দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেননি। এছাড়াও জোভান ও সামিরা খান মাহি দুজনেরই ফেসবুক পেইজ গায়েব করে দেওয়া হয়েছে বলে দেখা যায়। সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। কিন্তু দর্শক পছন্দ করলে তিনি ট্রান্স হতেও আপত্তি নেই তার এই লাইন দ্বারা দর্শকরা বুঝে গিয়েছেন। জোভানের ধারণা মাত্র ৯০ হাজার ভিউ হয়েছে ইটিউব এ তাই বাকিরা না দেখেই কমেন্ট করতেছে। জোভান হয়তো ফেসবুকে রি-আপলোড এর বিষয়ে জানেন না ভালোভাবে এবং তাই তার লক্ষাধিক লাইকের পেইজও সাময়িক ভাবে গায়েব হয়ে গিয়েছে।