আগস্টসাধারণ আগস্ট

মেধাবী প্যাডেল রিক্সা বনাম কোটাওয়ালা অটোরিক্সা শাহবাগে বিক্ষোভ

চলবে না চলবে না, অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা চলতে দেওয়া হবে না

বিজ্ঞাপন

শাহবাগ অবরোধ করে বিক্ষোভ

রাজধানীর প্রধান সড়কগুলোয় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন পায়ে চালিত রিকশার চালকরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ চালক রিকশা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় রাজধানীর ব্যস্ত এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১২টার পর তারা শাহবাগ ছাড়েন।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা। এ সময় তারা বেশ কিছু দাবি উত্থাপন করেন।

শাহবাগ মোড়ে রিক্সাচালক

ঐক্যজোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর/দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে; ঢাকা উত্তর/দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।

আরো দেখুন

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Back to top button