
নারায়ণগঞ্জ-৪ আসন এর সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সম্প্রতি সপরিবারে থাইল্যান্ড চলে গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ভাইরাল হয়েছে। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি জানান, তিনি দেশেই আছেন।
শনিবার (৩ আগস্ট) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিতে রাজনৈতিক কার্যালয়ে দল এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর সংবাদ সম্মেলনে সশরীরে উপস্থিত হয়েছেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে দেশ ছাড়ার প্রশ্নে শামীম ওসমান বলেন, আমি দেশেই আছি। শনিবার (৩ আগস্ট) সকালে শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান অয়ন ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে ইমতিনান অয়ন ওসমান বলেন, একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়? সেইসঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান তার ভিডিওতে।
তিনি আরও বলেন, সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দিবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।