
শিবির সালমান মুক্তাদিরের আদ্যোপান্ত
সালমানকে আমরা চিনতাম বাংলাদেশ ছাত্রশিবিরের ইউটিউব শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে।
অস্ট্রেলিয়া শিবিরের গবেষণা সম্পাদক হিসাবে দীর্ঘদিন কাজ করার পর এই ছেলে দেশে এসে শিবিরের ইউটিউব শাখা প্রতিষ্ঠা করে। সাধারণ ছাত্রদের মাঝে সে বিভিন্ন ভিডিওর মাধ্যমে শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য ছড়িয়ে দিতো। মাঝে জেসিয়া নামে ছাত্রীসংস্থার এক কেন্দ্রীয় নেত্রির সাথে তার কিছু দাওয়াতি কার্যক্রম করতে দেখা যায়৷
যে বয়সে ছাত্রদের প্রেমের মত সুন্দর অনুভূতিতে মত্ত হওয়ার কথা, সেই বয়সে এই শিবিরকর্মী প্রেমকে অভদ্র বলে একটি ধর্মীয় সংগীত প্রকাশ করেন ‘অভদ্র প্রেম’ শিরোনামে।
যেটা শিবিরের নেতাকর্মীদের ব্যপক প্রশংসা লাভ করে। এমনকি ছেলেমেয়ের মাঝে যাতে বন্ধুত্বের বাইরে গিয়ে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক না হতে পারে সেজন্য ‘জাস্টফ্রেন্ড’ নামক টার্মের প্রতিষ্ঠাতাও এই ব্যক্তি। আজ সে শিবিরের পরিচয় লুকিয়ে যতই সরকার বিরোধী ও আন্দোলনের পক্ষ নিয়ে পোস্ট দিক না কেন, আমরা জানি তার আসল পরিচয়। ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড মিস্টার মুক্তাদির সাহেব।