
থেমে নেই শবে বরাতের রাতেও। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজের রোল এ ব্যাক করেছে সেদিনও। হালঅবস্থা দেখে বিশিষ্ট সুন্দরী এবং সমাজের বোঝা Maryam Akter Mim দুঃখ করে বলেন, এরপরেও জাহাঙ্গীরনগর নিয়ে কিছু বললে মানুষ বলবে আগে চান্স পাইয়া দেখাও….চান্স পাও নাই তাই এসব বলে। অর্থাত তিনিও নিজের ব্যার্থতা ঢাকতে লেইম কাজের সহায়তা নিচ্ছেন। মূলত কন্টেক্সটটি ছিলোঃ
এখানে সরলমনা ভাইটি সামান্য তথ্য জানতে চান এবং এতেই ফেসবুক গরম করে ফেলেন। সম্পূর্ণ স্ক্রিনশট নিচে দেয়া হলোঃ
অতপর প্রিন্স ভাইটি ব্লক খেয়ে যান