ফেব্রুয়ারিসাধারণ ফেব্রুয়ারি

নর্থ সাউথ প্রসব করেছে বসন্তকে

বিজ্ঞাপন

সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির বসন্ত উতসব পালিত হয়েছে। সেখানে দেখা যায় একদল তরুনতরুণী নৃত্যরত অবস্থায় থাকাকালীন হঠাতই তাদের মাঝখান থেকে বসন্ত বেড়িয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়ার সাথেসাথেই তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

অনেকে চীনের নতুন মেট্রো রেল যা বিল্ডিং এর ভেতর দিয়ে চলাচল করবে তার সাথে এই ড্যান্স কে তুলনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অনেকেই শেয়ার করে নিজেদের অনুভুতির কথা জানান দিচ্ছেন। কেউ কেউ আবার নসুইয়ান না হতে পেরে আফসোস করছেন। তবে এর ব্যতীক্রমও রয়েছেন অনেকে। তারা জানান নর্থ সাউথে ভর্তি না হয়ে তারা এসব থেকে দূরে থাকার চেষ্টা করছেন এবং GenZ উচ্ছন্নে গিয়েছে বলেও ধারণা করেন।

নর্থসাউথ বরাবরই আলোচনায় শীর্ষে থাকে । এর আগে হোচিমীন নামক লিঙ্গসন্ত্রাসকে প্রতিহত করার মাধ্যমে প্রগতশীলদের থেকে আলিয়া মাদ্রাসা উপাধি পেয়েছিলো।

আরো দেখুন

Leave a Reply

Back to top button