
এ পর্যন্ত যা ঘটেছে
একটি ভাইরাল হওয়া ভিডিওতে একটি সমাবেশে আসিফ স্যারকে একটি মঞ্চে দাঁড়িয়ে মাইকে কথা বলতে দেখা যায়। তার পেছনে টাঙানো ব্যানার থেকে জানা যায়, সেটি জাতীয় শিক্ষক ফোরামের ‘জাতীয় সেমিনার ২০২৪’ নামক একটি অনুষ্ঠান। বিষয়বস্তু লেখা “বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ”। জাতীয় শিক্ষক ফোরাম মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একটি প্ল্যাটফর্ম। ১৯শে জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে দলটির আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর নাম ব্যানারে লেখা ছিল।
ভাইরাল ভিডিওর নয় মিনিট ১৩ সেকেন্ডের সময় তাকে একটি বই দেখিয়ে বলতে দেখা যায়, এটা পাবলিশড বই, ঘরে ঘরে আছে। যাদের সামর্থ আছে, তিনি তাদেরকে বলেন, বইয়ের দোকানে যাবেন। বইটা কিনবেন, কিনে এই যে দুইটা পাতা আছে ‘শরীফ শরীফা’, ছিঁড়বেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা বলছে
ব্র্যাক বিশ্ববিদ্যালয় সোমবার জুয়ানায়, আসিফ মাহতাব স্যারের সাথে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়টির কোনো চুক্তি কার্যকর নেই। তবে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতির বাইরে আলাদা মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
আইইউবি এর ড. সরোয়ার স্যার
বিশ্ববিদ্যালয়ের সকল কোর্স থেকে প্রত্যাহার করা হয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকে। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, ‘ট্রান্সজেন্ডার ইস্যুতে আপনাদের যদি ভেঙে ভেঙে বুঝাইতাম তাহলে আপনারা রাতে ঘুমাইতে পারবেন না। উনার কর্মজীবন সম্পর্কে বিস্তারিত এই লিংকে