
সামাজিক যোগযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পরেছে। আর তারপরই আবারো সমালোচনার মুখে পরেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ভিডিওটি এই ইউনিভার্সিটির ‘গালা নাইট’ নামে একটি প্রোগ্রাম এর। সেখানে ভিডিওটায় দেখা যায় কিছু শিক্ষার্থী(?) গান এর তালে অশ্লীল ভঙ্গিতে নাচতে থাকা অবস্থায় একে অপরকে চুম্বন করছেন।
ছড়িয়ে পড়া ভিডিওটি একটি ব্যাচত এর আবাসিক সেমিস্টার এর একটি অনুষ্ঠানের বলে জানা গেছে। গত ১০ মার্চ এ অনুষ্ঠান হয়। ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অবশয় এর আগে শিক্ষক আসিফ মাহতাবের বিষয়েও কোনো উল্লেখযোগ্য মন্তব্য করতে পারেনি কর্তৃপক্ষ।
এদিকে টার্ক নাম এর সেক্টরটিতে ‘অপ্রয়োজনীয়’ প্রোগ্রাম বন্ধ করতে এরই মাঝে ব্র্যাক ইউনিভার্সিটিকে আইনি নোটিশ দেয়া হয়েছে। নোটিশটি পাঠানো আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃক এই টার্ক এর নামে শিক্ষার্থীদের থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়। অথচ তা শিক্ষার্থীদের কোনো কাজে আসে না। এবং তাদের নীতি-নৈতিকতা বিবর্জিত অশ্লীল সামাজিক অনাচারে উৎসাহিত করছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয় পশ্চিমাদের সংস্কৃতি এর আমদানিকারক এ পরিণত হচ্ছে কিনা’ এমন প্রশ্ন তুলেছেন। তিনি আরো বলেন, পাশ্চাত্য থেকে বিজ্ঞান ও প্রযুক্তি আহরণে তার কোনো আপত্তি নেই। কিন্তু কোমলমতি শিশুদের উদ্দেশ্য করে আমাদের জাতীয় পাঠ্যবইয়ে শরিফ থেকে শরিফা তথা ট্রান্সজেন্ডারিজ এর মতো পশ্চিমা কুসংস্কারগুলো ঢোকানো হয়েছে।