
এ বছরের রমজান মাস এর চাঁদ দেখা গিয়েছে । ঢাকাতে সাহ্রি ও ইফতার এর সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সময়সূচি অনুসারে, ১২ মার্চ প্রথম রোজা এর সাহ্রি করার শেষ সময় ভোর ৪টা ৫১ মিনিট এবং ইফতারি করার শুরুর সময় ৬টা ১০ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশন থেকে আরও জানানো হয়, দূরত্ব অনুযায়ী ঢাকা এর সময় এর সাথে সর্বোচ্চ ৯ মিনিট যোগ করে অথবা ৯ মিনিট বিয়োগ করে দেশ এর বিভিন্ন অঞ্চল এর মানুষ সাহ্রি ও ইফতার করার কথা।
অনেকে রাজশাহী তে থাকা বন্ধুদের উপদেশ দিয়েছে ইফতারের আগে ভিডিও কল দেয়ার জন্য। এবং বরাবরের মতোই দুই ধরণের লেইম পোস্ট বাজারে ঘুরতে দেখা যাচ্ছে। এবং তা হলোঃ ইফতারের পর গালি দেয়া এবং সাহরি পর্যন্ত কথা বলার লোক খুঁজা। তবে এ বছর নতুন মাত্রা যোগ করেছে অবশ্যই ফার্স্ট সেহেরি ডান বলা জনগোষ্ঠী এবং সুহুর বলা যোদ্ধাগণ।
পিছিয়ে নেই মিমাররাও। অপছন্দের ব্যক্তিগত তার্কাদের শয়তানের সাথে ৩০ দিনের কোয়ারেন্টাইনে পাথিয়ে দিয়েছে তারা।