ভাইরাল মার্চমার্চ

দাওয়াত খেতে গিয়ে ফেসবুক অচল

বিজ্ঞাপন

অসময় নিউজের তথ্যানুসারে বিশ্বে গতো মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক, মেসেঞ্জার এবং মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম সচল হয়েছে।  আমাদের দেশেরও বিভিন্ন জায়গা থেকে একযোগে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেক ইউজাররা জানিয়েছেন। এরপর রাত ১০টা ২৩ মিনিট এর দিকে আবারও সচল হয় জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি।

তবে মেটার আন্ডারে থাকা জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ এবং টুইতার এর কপি ভার্শন ওয়েবসাইট থ্রেডস ব্যবহারে কোনো সমস্যা হয়নি। ওয়েবসাইট কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট, ডাউনডিটেক্টর থেকে জানা যায়, বাংলাদেশি ইউজার ফেসবুক লগ-আউট হয়ে যাওয়াসহ নানা সমস্যা এর মুখে পরে যান। ইনস্টাগ্রাম নিয়ে একই সমস্যায় পরে যান ৮৪ হাজারের বেশি ইউজার।

এদিকে কিছু ব্যবহারকারী জানান ভিন্ন কথা। তারা নিজেদের ওয়ালে এবং বিভিন্ন মিমস গ্রুপে পোস্ট করে জানান, হয়তো সেসময় মুকেশ আম্বানির বিয়ে খেতে যাওয়ায় ফেসবুক ডাউন হয়ে গিয়েছে। ফেসবুকে মার্ক জুকারবার্গের হাতে তার নিয়ে কিছু ছবি দেখা গেলে দ্রুতই এই তথ্যটি ছড়িয়ে পরে।

বাংলাদেশ এর বিভিন্ন জায়গা থেকেও একযোগে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেকে জানিয়েছেন। এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।

আরো দেখুন

রিলেটেড আর্টিকেল

Leave a Reply

Back to top button