
পুরো রমজান মাসেই বাংলাদেশের ব্যবসায়ীরা শয়তানের প্রস্থান পরবর্তী দায়িত্ব গুলো পালন করেন।তবে এ বছর এক পুরায়ন ফেতনা মাথাচাড়া দিয়ে উঠে।
২০২৩ সাল ছিলো কন্টেক্সটময় একটি বছর। এক্সপোজ ব্যবসায়ীদের সে বছর ছিলো স্বর্ণযুগ । তবে পিছিয়ে নেই নতুন মার্কেটে আসা ব্যবসায়ীরাও।
হঠাৎই মার্চের শেষরাতে অর্থাৎ ৩১ তারিখ মধ্যরাতে আদ্রিতা রওনক (Adrita Rownok) একটি এক্সপোজমূলক পোস্ট করেন। সেখানে তিনি এক ব্যক্তির পাটানো ফ্রেন্ড রিকোয়েস্ট এর ছবি স্ক্রিনশট দেন যেখানে লোকটি সদ্য বিবাহ করেন। আদ্রিতার আসল দাবী বুঝা না গেলেও তার থ্রিপিস বেচার প্রাথমিক সূচনাটি আসলে শুভ হয়না। Safin Mostafiz নামের সেই ব্যক্তির পক্ষে অনেকেই দ্রুত শেয়ার দিয়ে মন্তব্য করতে থাকেন যার ফলে আদৃতা তার পোস্টটি রাত ৩টা নাগাদ সড়িয়ে ফেলেন। পরবর্তীতে সাফিন মুস্তাফিজ তার আইডিতে ধন্যবাদ জ্ঞাপন মূলক পোস্ট করেন।
এদিকে কাকতালীয় ভাবে অধিকাংশ GenZ রাতে ঘুমিয়ে পরায় সেদিন সকালে একটু ধাক্কা খান ব্যবহারকারীরা। পরবর্তীতে জানা যায়, রাত ২টা থেকে ৩টার মধ্যে আদ্রিতার অনেক কাস্টমার তাদের বাজে অভিজ্ঞতার কথা জানানোর কারণে আদৃতা তার আইডি ডিয়েক্টিভ করে ফেলেন। এবং তার বিভিন্ন প্রথম জন্মদিনের ছবি ভাইরাল হয়ে যায়। এই এক্সপোজটি দ্রুতই কিং সালমান মুক্তাদিরের নিকট পৌছানো মাত্র তিনি সেখানে তার অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন ফেসবুক পেইজে।
Maria Aziz লিখেন Adrita Rownak কিছুটা এমন : আজকে বাসে এক লোক আরেক লোককে বলতেছিলো “আরেকটু ভেতরে জান” এক ব্যাডা কেন আরেক ব্যাডারে জান ডাকবে? এইখানে কি ওই ব্যাডার বউয়ের সাথে cheat করা হচ্ছেনা? তার জানকে বাসায় রেখে সে কেন আরেকজনের সাথে এসব রাস্তা ঘাটে করবে? Whenever you commit to someone, you cannot call the other person “JAAN” no means no! sorry I’m too much toxic, যদি এরকম কাহিনি আরো দেখি I will post like this and let everyone know.
Abdullah Al Nayem Tanjim বলেন আর কয়েকটা ঘন্টা পোস্ট রাখতে পারলেই শাড়ি-গয়নার পেইজ খোলার অডিয়েন্স জুটে যাইতো দিদিটার। আপনারা Adrita Rownak-কে স্বাবলম্বী হতে দিলেন না। আইডিই বন্ধ করতে বাধ্য করলেন। এই দায় নিকৃষ্ট পুরুষতান্ত্রিক সমাজের।
Muntazar Rashid বলেন Bengali ate adrita rownak as seheri tonight.