
যেভাবে আসতে হবে সেলিব্রেশনেঃ
Md. Numeri Sattar Apar ভাই পোস্ট দিয়ে জানান, ACS Grand Celebration এ আসার জন্য ভিসা লাগবে।

তিনি জানান, সবাইকে ফোন দেয়া হবে, ফোন ধরে উপস্থিতি কনফার্ম করলে sms এর মাধ্যমে ভিসা দেয়া হবে। এই ভিসা নিয়ে স্টেডিয়ামে আসতে হবে, ভিসাতে দেয়া Zone/Counter এ এসে ভিসাটা মোবাইলে বা প্রিন্টেড কাগজ হিসেবে দেখাবে।

ভিসার কোড স্ক্যান করলে উপস্থিত ইমিগ্রেশন অফিসার সবাইকে বোর্ডিং পাস(টিকেট) দিবে এবং গিফট দিবে।


গিফট এর মধ্যে দেয়া জার্সিটা পরে ফেলতে হবে। স্টেডিয়াম এর মধ্যে টিকেট ও জার্সি পড়া অবস্থাতেই কেবল ছাত্র-ছাত্রীরা প্রবেশ করবে। আর মেয়েদেরকে গার্জিয়ান Guardian Tent এ রেখে স্টেডিয়ামে প্রবেশ করবে। Guardian দের্কে অনুষ্ঠান দেখার জন্য সেখানে Big Screen থাকবে।

জানা যায়, এসিএস এর গ্র্যান্ড সেলিব্রেশনে প্রায় ১২ হাজার পর্যন্ত কল করা হয়। কিছু শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিলো যারা দূরে তারা আগেরদিন কল করলে ট্রেইনে করে আসতে পারবেনা তাই। কিছুক্ষেত্রে আনাস পীর এবং তার মুরিদদেরকেও ফেসবুকে সরব দেখা যায়।