
জনপ্রিয় ইউটিউবার রাফসান দ্যা ছোটভাই কে তো সবাই চিনেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয় সেখানে Syed Abdullah ভাই জানান তনি গবেষণা করে বের করেছেন রাফসানের বাবা এবং মা Jack And Spencer Accessories Limited নামের একটি গার্মেন্টস এর শতভাগ মালিক। তারা ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম শাখা থেকে ২০১৬ সালে আড়াই কোটি টাকা ঋণ নেয় তার বাবা মো: জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর(এমডি) এবং তার মা কাজী নুরুন্নেছা সেহেলি ওই কোম্পানির ডিরেক্টর।
এখন পযর্ন্ত ব্যাংকের একটা টাকাও লোন পরিশোধ করে নাই তারা। সেই লোন আজ অবধি ইন্টারেস্টসহ বেড়ে হয়েছে সোয়া তিন কোটি। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা-মা এর বিরুদ্ধে মামলা করে। কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিলো জাতীয় পত্রিকায়।

লোনের এগেইনেস্টে যেসব সম্পদ মর্টগেজ রাখা ছিলো ব্যাংকের কাছে, ব্যাংক ২০২২ সালে সেইগুলো নিলামে তুলে বিক্রি করারও প্রক্রিয়া গ্রহণ করে। সেই নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু হাইকোর্ট এ তার পরিবার রিট করায় বর্তমানে মামলাটি ঝুলে আছে অন্য আদালতে।

২০১৬ সালে লোন ছিলো ২.৫ কোটি, বর্তমানে সুদসহ সেই লোন হয়েছে ৩.১৫ কোটি। মানে আজ অবধি ৩.৫ কোটি টাকার ঋণখেলাপী হচ্ছে রাফসান এর পরিবার।
এই পোস্টটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। আবদুল্লাহ ভাই জানান রাফসানদের ফ্যামিলি স্রেফ একটা উদাহরণ মাত্র, দেশের রাঘব বোয়ালদের কাছে এরা কিছুই না। তিনি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে এই পোস্ট করেন নি।