এক্সপোজ সেপ্টেম্বরসেপ্টেম্বর

সমন্বয়ক রিফাত রশিদ এক্সপোজ পোস্ট

আমাদের মূল উদ্দেশ্য সংগ্রহ করা, কারোর বিরুদ্ধাচারণ নয়

বিজ্ঞাপন

আস সালামু আলাইকুম।

রিফাত রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টের ২০-২১ সেশন, বর্তমানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী, এবং দুর্ভাগ্যজনকভাবে আমার প্রাক্তন।

গত ১৫ দিনের নানাবিধ নাটকীয়তার পর শেষ সুযোগ হিসেবে গতকাল ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে তাকে। নির্ধারিত সময়ের মধ্যে তার তরফ থেকে কোনো পাবলিক অ্যাপোলজি পোস্ট না আসলে আজ রাতে প্রমাণসমেত তার মুখোশ উন্মোচন করতে বাধ্য হচ্ছি।

রিফাতের ইমোশনাল ব্ল্যাকমেইল, সুইসাইডের হুমকি, তার রাজনৈতিক বড়োভাইদের নাম ভাঙ্গিয়ে অনুনয়-বিনুনয়সহ মানসিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার মিথ্যে আশ্বাস এবং অন্যান্য নানাবিধ কারণে আরো আগেই এই কাজটা করতে গিয়েও করা হয়নি, যা আমার অন্যতম ভুল ছিলো। তবে শুধরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে যখন আবার নতুন করে তার পুরোনো রূপের দেখা পেলাম, এরপর থেকে আর চুপ করে থাকা ঠিক হবে বলে বিবেকে সায় দিচ্ছে না।

আমি নিজেকে সাধু বলে কোনোদিন দাবি করিনি, তবে যা কিছুর মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, তা আমি কেনো, পৃথিবীর কোনো মেয়ে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ডিজার্ভ করে না বলে আমার বিশ্বাস। লেখাটা লিখতে যেয়ে আমার মাঝের সবটুকু শেষ হয়ে যাচ্ছে, দেড় বছরের নরকসম সময়টায় ফিরে যেতে যেতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছি। কতোটুকু বোঝাতে পারবো জানিনা।

এক্সপ্লিসিট ডিটেইলস সহ সেনসিটিভ ঘটনার বর্ণনা এড়িয়ে যতোটুকু সংক্ষেপে সম্ভব লেখার চেষ্টা করেছি। শুরুতেই বলে নিচ্ছি, এখানে যেভাবে সিরিয়াল অনুযায়ী পুরো ঘটনাটা ঘটেছে সেভাবেই লিখছি। এর বেশিরভাগ বিষয়ই ২০২৩ সালে ঘটে থাকলেও আমি ২০২৪ সালে আন্দোলন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে জেনেছি। দীর্ঘ বর্ণনা বিধায় সম্পুর্ণ লেখাটা মোট ৪টি ভিন্ন পোস্টে প্রকাশ করা হবে।

পোস্টসমূহে যেসকল ঘটনা হাইলাইটেড পয়েন্ট হিসেবে আসবে :

> আমার সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় আমার ওপর করা বিভিন্ন মানসিক নির্যাতনের ঘটনা
> তার আচরণগত, নীতিগত এবং চারিত্রিক ভন্ডামির কিছু উদাহরণ
> নিজের পরিবার, নিজের বন্ধুবান্ধব, নিজের পলিটিক্যাল সার্কেলসহ র‌্যান্ডম মানুষজন এবং নিজের বিষয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করা
> আমাকে অসুস্থ করা এবং বারবার আত্মহত্যার প্ররোচনা দেওয়া
> আমার সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় বিভিন্ন মেয়ের সঙ্গে তার আপত্তিকর মেলামেশা এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলার বিষয়
>তার বেস্ট ফ্রেন্ডসহ একাধিক বান্ধবীর সঙ্গে তার শারীরিক ঘনিষ্ঠতার ঘটনা
> একটি মাইনর মেয়ের সঙ্গে দিনের পর দিন প্রেমালাপ এবং সম্পর্কে জড়ানো
> আমার সঙ্গে সম্পর্কের কথা লুকিয়ে আমার ব্যাচমেট একটি মেয়ের অনুভূতিকে প্রশ্রয় দিয়ে তাকে শারীরিক হেনস্থা করা
> আমার ব্যাচের অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সর্ম্পকে জড়ানো
> আমার কাছে ধরা খেয়ে এক্সপোজ এড়ানোর জন্য আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করা
> আমাকে নানাবিধ হুমকি প্রদর্শন এবং ব্যর্থ হয়ে ইমোশনাল নাটকের আশ্রয় নেওয়া
> নিজের রাজনৈতিক দলের বড়ো ভাইদের নাম ব্যবহার করে আমাকে এক্সপোজ না করতে অনুরোধ করা
> নিজের কুকীর্তি সবকিছু স্বীকার করে নিজেকে শুধরে নেওয়া এবং চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে ওঠার মিথ্যে নাটক
> আমার পরিবারের সঙ্গে মিথ্যাচার এবং ঝামেলার চেষ্টা
> আন্দোলনের সময় একটি জুনিয়র মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে স্ক্যাম করা এবং একই সময়ে আমার কাছে সিম্প্যাথি অর্জনের চেষ্টা
> আন্দোলনের শেষদিকে আমার কাছে ক্ষমা চেয়ে আবারো আমার মন ভোলানোর ব্যর্থ প্রচেষ্টা এবং একই সময়ে জুনিয়র মেয়েটিকে কৌশলে ডাম্প করা
> সবকিছু আমার সামনে আসার পর অবশেষে এক্সপোজের সিদ্ধান্ত নিলে আমাকে তার তরফ থেকে ব্যক্তিগত ছবি এবং তথ্য ভাইরাল করার হুমকি প্রদর্শন এবং আবারো ম্যানিপুলেশনের চেষ্টা
> অন্য দুজন সমন্বয়কের মাধ্যমে মৃদু হুমকি এবং ম্যানিপুলেশনের চেষ্টা
> অসুস্থতার নাটক এবং বিভিন্নভাবে ফোনকলে আমার মানসিক দৃঢ়তা ভঙ্গুর করার চেষ্টা
> দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পোস্ট করার সুযোগ দেওয়ার পরও এড়িয়ে গিয়ে নেগোশিয়েট করার চেষ্টা

আমার পোস্টের একমাত্র উদ্দেশ্য আজ অবধি তা শিকার প্রতিটি মেয়েকে তাদের প্রাপ্য ক্ষমাটুকু পাইয়ে দেওয়া এবং রিফাতের বর্তমান ও ভবিষ্যৎ সকল ভিক্টিমদের আগাম সতর্কতার মাধ্যমে বাঁচানোর চেষ্টা। আমিসহ প্রতিটি মেয়ের সঙ্গে করা ঘৃণ্য কাজের জন্য আমাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করা পরবর্তী চারটি পোস্টে উল্লিখিত পয়েন্টগুলো যথোপযুক্ত প্রমাণসহ প্রকাশ করা হবে। ধন্যবাদ।

স্বচ্ছতার জন্য তার সঙ্গে রিসেন্ট কথোপকথনের সসের ড্রাইভ লিঙ্ক অ্যাটাচ করা হলো। এখানে সে এক্সপোজ আটকানোর জন্য আমাকে প্রথমে হুমকি, ম্যানিপুলেট, এবং পরে অনুনয়-বিনুনয়ের পর শেষে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার কথা স্বীকার করে। বাকি প্রমাণ পরবর্তী পোস্টে রেলিভেন্স অনুযায়ী সংযুক্ত করা হবে।

https://drive.google.com/drive/folders/1ZBjVVOBApiP5FkNTkbIBaNwVYL_dv4p_

(ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ থেকে সংগৃহীত)

আরো দেখুন

Leave a Reply

Back to top button